Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনা সীমান্তে ৪০ লাখ টাকার সুপারি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২২ ২১:৫৯

নেত্রকোনা: জেলার কলমাকান্দা সীমান্তে টাস্কফোর্সের অভিযানে ২৪২ বস্তা সুপারি জব্দ করা হয়েছে। সুপারিগুলো ভারতে পাচার করা হচ্ছিল। যার আনুমানিক দাম ৪০ লাখ টাকার বেশি।

শনিবার (১ অক্টোবর) বিকেলে জেলার কলমাকান্দা উপজেলার ৫ নম্বর লেংগুড়া ইউনিয়ন থেকে সুপারিগুলো জব্দ করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিওপি সদস্যের একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত মেইন পিলার ১১৭২ হতে বাংলাদেশের আনুমানিক ৩০০ গজ ভেতরে ফুলবাড়ি বলখেলা মাঠের পশ্চিম পাশ থেকে মালিকবিহীন অবস্থায় এসব সুপারি জব্দ করা হয়।

ধারণা করা হচ্ছে, চোরকারবারীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। জব্দকৃত সুপারি নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে বলে প্রশাসন সূত্র জানিয়েছে।

সারাবাংলা/পিটিএম

জব্দ টপ নিউজ সুপারি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর