Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৯:১৪

ছবি: বিবিসি

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে শহরের পশ্চিমে দাশত-ই-বারচি এলাকায় কায নামক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বিবিসি।

কাবুলের পুলিশ জানিয়েছে, হামলার সময় ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। এই অঞ্চলে বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর লোক বাস করে। যারা এর আগেও হামলার শিকার হয়েছিল।

বিজ্ঞাপন

কায হলো একটি বেসরকারি কলেজ যেখানে ছেলে-মেয়ে উভয় শিক্ষার্থী পড়াশোনা করে। তবে গত বছরের আগস্টে কট্টরপন্থী সংগঠন তালেবান ক্ষমতায় আসার পর থেকে দেশের বেশিরভাগ মেয়েদের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বেশ কিছু বেসরকারি স্কুল তাদের কার্যক্রম স্বাভাবিক রেখেছিল।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেনি।

দাশত-ই-বারচি এলাকার হাজারাস জনগোষ্ঠীর বেশিরভাগই শিয়া মুসলিম। যারা দীর্ঘদিন ধরে সুন্নি মতাদর্শের জঙ্গি ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) এবং তালেবান কাছ থেকে নিপীড়নের শিকার হয়েছেন।

এ হামলার নিন্দা জানিয়ে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকোর বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করা ‘শত্রুর অমানবিক নিষ্ঠুরতা এবং নৈতিক মানদণ্ডের অভাবেরই প্রমাণ।’

সারাবাংলা/এনএস

আত্মঘাতী বোমা হামলা আফগানিস্তান কাবুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর