Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে ভারতকে সমর্থন করবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৪

জো বাইডেন, ফাইল ছবি

জার্মানি, জাপান ও ভারতের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) স্থায়ী সদস্য হতে সমর্থন করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আর এটি করতে অনেক কাজ করার দরকার বলেও মনে করেন এক মার্কিন কর্মকর্তা। খবর এনডিটিভি।

গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জার্মানি, জাপান এবং ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়া উচিত— আমরা ঐতিহাসিকভাবে এই ধারণার পিছনে দাঁড়িয়ে আছি।’

বিজ্ঞাপন

এর আগে, গতকাল বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রতিশ্রুতির বিষয়টি পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট বিডেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে আরও বড় করার সময় এসেছে বলে মনে করি। যাতে এটি আজকের বিশ্বের প্রয়োজনে আরও ভালভাবে সাড়া দিতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের সদস্যদের যেকোনো পরিস্থিতিতে জাতিসংঘের সনদ সমুন্নত রাখতে হবে এবং তা রক্ষা করতে হবে। বিশেষ পরিস্থিতি ছাড়া ভেটো প্রদান করা থেকে বিরত থাকতে হবে, যাতে নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্য এবং কার্যকর থাকে।’

তিনি আরও বলেন, ‘এ কারণেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী উভয় প্রতিনিধির সংখ্যা বৃদ্ধিকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সেই দেশগুলোকে স্থায়ী সদস্য করা উচিত যাদের আমরা দীর্ঘদিন ধরে সমর্থন করেছি।’

সারাবাংলা/এনএস

জাতিসংঘ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) টপ নিউজ নিরাপত্তা পরিষদ প্রেসিডেন্ট জো বাইডেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর