দেশে ফিরে নারী ফুটবলারদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
২২ সেপ্টেম্বর ২০২২ ১৩:০৯ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ১৫:০৯
ঢাকা: দেশে ফিরে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সব সদস্যকে পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন।
সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করেছে নারী ফুটবলাররা। এর স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নারী ফুটবল দলের সব ফুটবলারকে পুরস্কার হিসেবে নগদ অর্থ দেবেন।
নারী ফুটবল দলের যেসব ফুটবলারদের ঘর দরকার, তাদের ঘর দেওয়ার ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য কার কার বাড়ির প্রয়োজন সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইংস থেকে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে, গতকাল বুধবার প্রধানমন্ত্রী বাংলাদেশ মহিলা ফুটবল দলের গোলরক্ষক রূপন চাকমার বাড়ি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
সারাবাংলা/এনআর/এমও