Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ভালো ভালো শিরোপা উপহার দেব: অধিনায়ক সাবিনা

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২২ ২২:৫২ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৫

ঢাকা: সাফ শিরোপা জয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, আজকে প্রমাণ পেয়েছি, এই দেশের মানুষ ফুটবলের প্রতি কতটা আসক্ত এবং তারা কতটা ভালোবাসেন। আপনারা সবসময় পাশে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সামনেও সমর্থন দেবেন। আশা করি, আমরা দেশকে আরও ভালো ভালো শিরোপা উপহার দিতে পারব।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে শিরোপাজয়ী দলকে বরণ অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানানোর সময় সাবিনা খাতুন এই আশা প্রকাশ করেনে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা স্বপ্নটি পূরণ করতে পেরেছি। এটিই আমাদের বড় সাফল্য। আমাদের লক্ষ্য থাকবে দেশের মানুষকে এভাবে হাসিখুশি রাখার।’

অধিনায়ক সাবিনা খাতুন বলেন, “আমরা চার-পাঁচ বছর ধরে একটা জায়গাতেই আছি, ক্যাম্পেই আছি। আপনারা শুনেছেন, প্রেসিডেন্ট স্যার যেমনটি বলছিলেন, স্যারের বাসায় দাওয়াত খেতে গিয়ে সানজিদা বলেছিল, ‘স্যার, ফুটবল খেলা অনেক কষ্ট।’ স্যার বলেছিলেন, কষ্ট, কিন্তু করে যাও, একটা সময় ভালো ফল পাবে। আজকে আমাদের পরিশ্রমটি সার্থক হয়েছে।”

সারাবাংলা/একে

অধিনায়ক সাবিনা নারী ফুটবলার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর