Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে মাছের জালে বিশাল অজগর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২২ ২৩:১৪ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ২৩:৪৯

মুন্সীগঞ্জ: মাছ ধরার জন্য পাতা হয়েছিল জাল। বড় মাছ ভেবে জাল ডাঙ্গায় তোলার পর দেখা গেলো বিশাল আকৃতির অজগর। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার গনাইসার এলাকা থেকে প্রায় ১১ ফুট দৈর্ঘ্যের অজগর সাপটি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে স্থানীয় বিলে চায়না জালে আটকের পর বেলা ১০টার দিকে সাপটিকে উদ্ধার করে বন বিভাগ। এতবড় সাপ এলো কোথা থেকে তা নিয়ে এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।

বিজ্ঞাপন

স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, গনাইসার এলাকায় স্থানীয় যুবক বাবু মাছ ধরার জন্য বিলে চায়না জাল পেতেছিল। মঙ্গলবার সকালে বড় মাছ ভেবে জাল তুলে দেখতে পান বিশাল আকৃতির অজগর। পরে বাড়ির লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে বস্তাবন্দি করা হয়। সাপটির দৈর্ঘ্য প্রায় ১১ ফুট এবং ওজন প্রায় নয় কেজি।

পরে বন বিভাগের কর্মকর্তাদের খবর দিয়ে সাপটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

সারাবাংলা/পিটিএম

অজগর জাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর