নারীদের সাইবার সহায়তার আশ্বাস দিলেন রাঙামাটির এসপি
১৯ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৬ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৮
রাঙামাটি: বিশেষ করে নারীদের জন্য জেলা পুলিশের সেল করে সাইবার অপরাধজনিত ঘটনায় ভিকটিমকে সহায়তার কথা জানালেন রাঙামাটির নবনিযুক্ত পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। রোববার তিনি রাঙামাটিতে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
পুলিশ সুপার বলেন, ‘এখন টেকনোলজি নির্ভর সারা বিশ্ব। টেকনোলজি ল্যাব করে পুলিশিংকে আমরা আরও ইনপ্রুভ করতে চাই। বিশেষ করে ভার্চুয়াল সিকিউরিটিগুলো আমরা সিকিউর রাখতে চাই। ভার্চুয়ালি নারীরাই বেশি ভিকটিম, নারী সাইবারের ভিকটিম হলে আমরা তাদের হেল্প করব। সর্বোপরি টেকনিক্যাল হেল্প করতে চাই।’
এসপি আরও বলেন, ‘রাঙামাটি অনেক বৈচিত্র্যপূর্ণ এলাকা। রাঙামাটি পর্যটনের অন্যতম জায়গা, পর্যটকদের নিরাপত্তায় আলাদা স্পেশাল ব্রাঞ্চ রয়েছে। আমরা জেলা পুলিশও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত রাখতে চাই। পর্যটকরা এসে যেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, সেই নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’
মাদক প্রসঙ্গে তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেঞ্জ। দেশের প্রচলিত আইন অনুসারে তাদের বিরুদ্ধে অবস্থান রাখতে চাই। এছাড়া শহরের মোটর-সাইকেল, সিএনজি অটোরিকশা চলাচলে শৃঙ্খলায় আনতে চাই। মিডিয়ার কাছে ভালো কাজের দাবি রাখি, আপনাদের মতামতকেও ওয়েলকাম করি। রাঙামাটিরবাসীর উন্নয়ন ও নিরাপত্তার জন্য পুলিশ বদ্ধপরিকর।৷ আমার থেকে সহযোগিতার দ্বার উন্মুক্ত থাকবে।’
মতবিনিময় সভায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মারুফ আহমেদ, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও ইলিয়াস হোসেন, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হেফাজত সবুজ, রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক মিশু দেসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইআ