Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৬

ঠাকুরগাঁও : জেলার সদর উপজেলার দরিদ্র মানুষদের ঋণ দেওয়ার নামে চেক নিয়ে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তিভোগী পরিবারের সদস্যরা। রোববার (১৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রতারণার শিকার কয়েকটি ক্ষতিগ্রস্ত পরিবারের আয়োজনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে সদর উপজেলার বাকুন্দা গ্রামের তহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘অগ্রণী ই-কমার্স লিমিটেড ও অগ্রণী এজেন্ট লিমিটেড নামক ভুয়া প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর আলী কৌশলে তাদের গ্রাম ও আশপাশের এলাকার দরিদ্র মানুষজনকে ঋণ দেওয়ার নামে চেক নিয়ে মিথ্যা হাওলাদী মামলা দিয়ে হয়রানী করছে। আমরা গরিব-দু:খি মানুষজন অনেকেই পড়ালেখা জানি না। আমরা ওই প্রতিষ্ঠান থেকে কেউ ১০ হাজার, কেউ ১৫ হাজার বা কেউ ২০ হাজার টাকার ঋণ গ্রহণ করি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এ সময় ওমর আলী কৌশলে আমাদের বিভিন্ন ব্যাংকে হিসাব খুলে ফাকা চেকের পাতায় স্বাক্ষর গ্রহণ করে নিজের কাছে রেখে দেন। পরবর্তিতে কেউ পাঁচ হাজার টাকা বা কেউ ১০ হাজার টাকা পরিশোধ করার পর জানতে পারি ওমর আলীর প্রতিষ্ঠান প্রতারণার কারনে বন্ধ হয়ে গেছে। এ কারনে ঋণের বকেয়া টাকা পরিশোধ করা যায়নি। ইতোমধ্যেই ওমর আলী আমাদের নিকট থেকে গ্রহণ করা ফাকা চেকের পাতায় পাঁচ হাজার ঋণের বিপরীতে ১ লাখ ৩০ হাজার, কারও পাঁচ লাখ, কারও ছয় লাখ টাকার অংক বসিয়ে তা ব্যাংকে জমা দিয়ে চেক ডিজঅনার করত। আমাদের নামে বিভিন্ন আদালতে মামলা দায়ের করেন। ফলে আমরা বেশ কয়েকটি পরিবার বর্তমানে চরম বিপদের সম্মুখীন হয়েছি।’

বিজ্ঞাপন

এ সময় ভুক্তভোগী তফিজুল ইসলাম, তরিকুল ইসলাম, তহিদুল ইসলাম, সফিকুল ইসলাম, শামীম হোসেন, বাতাসী খাতুনসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। তারা ওমর আলীর ইতিপূর্বেও এ জাতীয় বিভিন্ন প্রতারণার কথা উল্লেখ করে ওমর আলীর শাস্তির দাবি করে তাদের বিরুদ্ধে আনিত মামলাগুলি প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইআ

প্রতিবাদ মিথ্যা মামলা সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর