চট্টগ্রামে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আঞ্চলিক নির্বাচন অফিসার
১৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪৫ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪৬
ঢাকা: চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামানকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলামের বিজয় কামনা করে মোনাজাতে অংশ নেওয়ায় শাস্তি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার ( ১৮ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চট্টগ্রামের জেলা প্রশাসককে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামানকে নতুন করে এই দায়িত্ব দেওয়া হয়েছে।’
এর আগে, রোববার দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলামের বিজয় কামনা করে মোনাজাতে অংশ নেওয়া জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছিলেন।
ওই সময় রাশেদা সুলতানা বলেন, ‘দু’দিন আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে একটি দলের চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা নিয়ে তার বিজয় কামনা করে দলীয় নেতাদের সঙ্গে মোনাজাতে অংশ নেন। পাশাপাশি আরও কিছু পক্ষপাতমূলক আচরণ করেছেন। যা আমাদের নজরে এসেছে। একজন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে তিনি এটা করতে পারেন না।’
সারাবাংলা/জিএস/পিটিএম