Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙামাটি সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫০ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫১

রাঙামাটি : জেলায় কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের নিয়ে রাঙামাটি সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সমিতির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সভা ও দ্বি-বার্ষিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্বপালন করবে।

নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ডিবিসির রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দীপ্ত টিভির রাঙামাটি প্রতিনিধি মিশু দে ও অর্থ সম্পাদক মনোনীত হয়েছেন দৈনিক বণিক বার্তা ও সারাবাংলা ডটনেটের রাঙামাটি প্রতিনিধি প্রান্ত রনি।

বিজ্ঞাপন

৯ সদস্য নির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক পার্বত্য চট্টগ্রামের প্রধান আলোচকচিত্রী তৌসিফ মান্নান ও চ্যানেল টুয়েন্টিফোরের রাঙামাটি প্রতিনিধি জিয়াউল হক, সহ-সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের লংগদু প্রতিনিধি আরমান খান, সদস্য আনোয়ার হোসেন ও তানিয়া এ্যানি। একটি সদস্যপদ কো-অপ্ট রয়েছে।

এর আগে বেলা ১২টায় বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম উল্লেখসহ বিভিন্ন সাংগঠনিক আলোচনা করা হয়।

সারাবাংলা/ইআ

কমিটি গঠন সাংবাদিক সমিতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর