Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দিনের সফরে ঢাকা আসছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী


২৫ এপ্রিল ২০১৮ ১৯:৫৪ | আপডেট: ২৫ এপ্রিল ২০১৮ ১৯:৫৫

।। এম এ কে জিলানী, স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল লিওনিদোভিচ বাগানোভ আগামী ৪ মে ৩ দিনের সফরে ঢাকা আসছেন। তিনি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ৪৫তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নেবেন বলে একাধিক কূটনৈতিক সূত্র সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা ও মস্কোর একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে, উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল লিওনিদোভিচ বাগানোভের সঙ্গে রুশ অ্যাম্বাসেডর এট লার্জ কনস্তানতিন শুভালভসহ আরও কয়েকজন কর্মকর্তার ঢাকা সফরে আসার কথা রয়েছে। অ্যাম্বাসেডর এট লার্জ কনস্তানতিন শুভালভ মূলত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুসলিম দেশ বিষয়ক রাষ্ট্রদূত।

মস্কোর সূত্রগুলো বলছে, রুশ উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে দ্বিপক্ষীয় কোনো বিষয়ে বৈঠকের সুযোগ নেই। কেন না গত মার্চ মাসে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মস্কো সফর করেছেন। ওই সফরে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে।

অন্যদিকে, ঢাকার সূত্রগুলো বলছে, রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল লিওনিদোভিচ বাগানোভের সফরে ঢাকার পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুতে রাশিয়ার সরব সমর্থন লাভের চেষ্টা চালানো হবে। ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে রুশ উপপররাষ্ট্রমন্ত্রীকেও কক্সবাজারের একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শণের আমন্ত্রণ জানানো হবে।

আগামী ৫ ও ৬ মে ঢাকার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ওআইসির ৪৫তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনটি উদ্বোধন করবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে ওআইসির সমর্থন রয়েছে। আগামী সম্মেলনের ফাঁকে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারের একাধিক শিবির পরিদর্শনে নিয়ে যাওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/এমআইএস/এমআই

রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর