Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ থেকে পোশাক নিলে লাভবান হবে ইন্দোনেশিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩৯

ঢাকা: তৈরি পোশাক খাতে বাংলাদেশ-ইন্দোনেশিয়া একে অপরেরর পরিপূরক হতে পারে। ইন্দেনেশিয়া বাংলাদেশ থেকে পোশাক আমদানি করলে উভয় দেশ লাভবান হবে। দুই দেশের এই সম্ভাবনাগুলো কাজে লাগানো উচিত।

রোববার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এসব কথা বলেন।

বিজিএমইএ’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে বিজিএমইএ সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান ও বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স এর চেয়ারম্যান শামস মাহমুদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা বিশেষ করে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা উন্মোচন করতে দেশ দুটির মধ্যে সম্ভাব্য সহযোগিতার উপায়গুলোকে গুরুত্ব প্রদান করে বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়াবলি নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশ-ইন্দোনেশিয়া কীভাবে পোশাক এবং টেক্সটাইল খাতের উন্নয়নে একে অপরের পরিপূরক হতে পারে, সে বিষয়েও আলোচনা করেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘বাংলাদেশ ও ইন্দোনেশিয়া পরস্পরের অকৃত্রিম বন্ধু এবং অংশীদার। এভাবেই দেশ দুটি নিজেদেরকে দেখতে হবে এবং একসঙ্গে সমৃদ্ধশালী হওয়ার জন্য পারস্পরিক সহযোগিতা প্রসারিত করতে হবে।’

তিনি বলেন, ‘সুযোগ এবং সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর উপায়গুলো চিহ্নিত করার জন্য সহযোগিতামূলক সম্পৃক্ততা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের পোশাকখাত পন্যের বৈচিত্র্যকরন, বিশেষ করে উচ্চ মূল্যের নন-কটন পোশাক পন্য এবং টেকনিক্যাল টেক্সটাইলের উপর যথাযথ গুরুত্ব প্রদান করেছে।’

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ার টেক্সটাইল খাত বাংলাদেশের পোশাক শিল্পে ম্যান-মেইড ফাইবারের চাহিদা পূরণ করতে পারে। অন্যদিকে, ইন্দোনেশিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক পোশাক আমদানি করতে পারে। তিনি বলেন, ‘এটি উভয় দেশের জন্য উইন উইন (লাভজনক) পরিস্থিতি তৈরি করবে।’

বিজিএমইএ সভাপতি রাষ্ট্রদূত এবং ইন্দোনেশিয়ার পোশাক ও টেক্সটাইল ব্যবসায়ীদের আসন্ন ‘মেইড ইন বাংলাদেশ উইক’ এ অংশগ্রহনের জন্য আমন্ত্রন জানান। বিজিএমইএ বিশ্বে বাংলাদেশের পোশাক শিল্পকে তুলে ধরতে এবং শিল্পের সক্ষমতা প্রদর্শন করতে এ বছর ঢাকায় বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ এর সঙ্গে অংশীদারিত্বে ১২ থেকে ১৮ নভেম্বর এই মেগা ইভেন্টটির আয়োজন করছে।

সারাবাংলা/ইএইচটি/একে

ইন্দোনেশিয়া টপ নিউজ পোশাক কারখানা পোশাক শিল্প

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর