ভোটের সংবাদ সংগ্রহ বাধা দিলে ৩ বছরের জেলের বিধান চায় ইসি
১১ সেপ্টেম্বর ২০২২ ১৮:২৬ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৭
ঢাকা : ভোট চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা যদি বাধা বা নির্যাতনের শিকার হন তাহলে তাদের সুরক্ষায় বাধাদানকারীকে সর্বোচ্চ তিন বছরের জেলের শাস্তি নির্ধারণ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সর্বনিম্ন ১ বছর অথবা শাস্তির বিধানও রেখেছে সাংবিধানিক এ সংস্থাটি। এ লক্ষ্যে গণপ্রিনিধিত্ব অধ্যাদেশ নতুন এ বিধান যুক্ত করার সুপারিশ করা হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার আহসান হাবিব সাংবাদিকদের এ সব কথা বলেন।
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, ‘বর্তমান কমিশনই প্রথম বেশকিছু আইন পরিবর্তনের জন্য আইন মন্ত্রণালয়ে লিখেছি।’
সাংবাদিকরা নির্বাচন কমিশনের চোখ কান উল্লেখ করে এই কমিশনার বলেন, ‘আমাদের বদলে আপনারা হাজির থেকে সংবাদগুলো সঠিকভাবে কাভার করেন। আপনাদের সিকিউরিটির কথা চিন্তা করে নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আইনে নতুন একটা সংযোজন করছি।’
ইসি কমিশনার বলেন, ‘দায়িত্ব পালনের সময়ে যদি কেউ বাধাগ্রস্ত করে, ডিউটি পালনে যদি অ্যাসল্ট করে থাকে, ইকুপমেন্টস এবং সঙ্গী সাথী যারা আছে তাদের যদি ক্ষতি করার চেষ্টা করে সে ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরে জেলের বিধান রাখা হয়েছে। সর্বনিম্ন ১ বছর কারাদণ্ড এ ছাড়া জরিমানার বিধান রাখা হয়েছে।’
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইনে নতুন এই ধারা সংযুক্ত করার সুপারিশ করেছে বলে জানান তিনি।
সারাবাংলা/জিএস/একে
আরপিও সংশোধন ইসি নির্বাচন কমিশন ভোটের মাঠ সাংবাদিকের ওপর হামলা