Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৪

জয়পুরহাট: আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের কাঁনচপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে আশরাফুল ইসলাম নামে এক বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথা, মুখ থেঁতলানো ও গলায় কাপড় পেঁচানো ছিল।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক।

নিহত আশরাফুল ইসলাম কাঁনচপাড়া গ্রামের সামছুল হকের ছেলে।

ওসি আবু বকর সিদ্দিক জানান, তিলকপুর রেলস্টেশনের আশরাফুল ইসলাম বিকাশের দোকান করতেন। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার সকালে সে দোকানে যায়। রাতে দোকান বন্ধের পর একবার পরিবারের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে সকালে এক কৃষক মাঠে কাজ করতে যাওয়ার পথে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পায়। এসময় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কেন তাকে হত্যা করা হয়েছে তা এখনও স্পষ্ট বলা যাচ্ছে না। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এমও

জয়পুরহাট ধানক্ষেত ব্যবসায়ী লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর