Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রানি এলিজাবেথ ছিলেন ব্রিটেনের জাতীয় ঐক্যের প্রতীক: জি এম কাদের

স্পেশাল করসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২২ ১৩:১৪ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩০

ঢাকা: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) এক শোকবার্তায় প্রয়াত রাণী এলিজাবেথের আত্মার চির শান্তি কামনা করেছেন। পাশাপাশি প্রয়াত রানির শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও ব্রিটেনের শোকার্ত জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘রানি এলিজাবেথ ছিলেন ব্রিটেনের জাতীয় ঐক্যের প্রতীক। শুধু ব্রিটেন নয়, সারা বিশ্বের মানুষের গভীর শ্রদ্ধা আর ভালোবাসা অর্জন করতে সমর্থ হয়েছেন তিনি। দীর্ঘ জীবনে সর্বাধিক বৃটিশ প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে তিনি রেকর্ড গড়েছেন তা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। মানবকল্যাণে রাণী দ্বিতীয় এলিজাবেথের অবদান অক্ষয় হয়ে থাকবে।’

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

সারাবাংলা/এএইচএইচ/এমও

জাতীয় ঐক্য জি এম কাদের রাণী এলিজাবেথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর