Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রানি এলিজাবেথের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সারাবাংলা ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২২ ১১:০৬

ঢাকা: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রানির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে এক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ রাজপ্রসাদ বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে রানির মৃত্যুর খবর জানায়।

এর আগে, বৃহস্পতিবার রানির স্বাস্থ্যের অবনতি হয়। এরপর থেকে বালমোরাল প্যালেসে রানিকে বিশেষ পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। তার অসুস্থতার খবরে এদিন সেখানে ছুটে যান প্রিন্স চার্লসসহ তার সন্তান-সন্ততিরা।

জানা গেছে, রানি দ্বিতীয় এলিজাবেথ বেশ কিছু দিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তার হাঁটাচলা করতে ও দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল।

সারাবাংলা/আইই/এনএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেন রানি দ্বিতীয় এলিজাবেথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর