Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুয়ার আসরে পুলিশের ধাওয়া, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণহানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৯

চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে টোকন আলী (৩৮) নামে এক সবজি বিক্রেতার লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল লাশটি উদ্ধার করে। টোকন আলী একই উপজেলার ভাঙবাড়ীয়া গ্রামের ওদুছদ্দিনের ছেলে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলিম জানান, বুধবার দুপুর ১২টার দিকে ভাঙবাড়ীয়া গ্রামের মাথাভাঙ্গা নদীর তীরে বাঁশ বাগানের নিচে চার জন বসে জুয়া খেলছিল। এ ধরনের সংবাদ পেয়ে হাটবোয়ালিয়া ফাঁড়ির এএসআই জাহিদুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য ওই চার জনকে আটক করার জন্য ধাওয়া করে। ঘটনাস্থল থেকে পুলিশ দু’জনকে আটক করলেও অপর দু’জন নদীতে ঝাঁপ দেয়। এদের একজন সাঁতরে ডাঙায় উঠলেও টোকন আলী নিখোঁজ হয়।

তিনি আরও জানান, আলমডাঙ্গা ফায়ার সাভির্সের কর্মীরা মাথাভাঙ্গা নদীতে অনেক খোঁজাখুজি করেও ব্যর্থ হয়। পরে এদিন দুপুর ২টার দিকে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মাথাভাঙ্গা নদীর নতিডাঙ্গা গ্রামের কাছে থেকে টোকনের লাশ উদ্ধার করে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

চুয়াডাঙ্গা জুয়ার আসর নদীতে ঝাঁপ