উল্লাপাড়ায় বজ্রপাতে ৫ কৃষক নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৬ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৬
৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৬ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৬
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ৫ কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পঞ্চক্রোশি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে জমিতে চারা রোপনের কাজ করছিলেন কৃষকরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এদিকে, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি, আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’
সারাবাংলা/পিটিএম