Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নয়াপল্টনে দলীয় বিপ্লবের মাধ্যমে জাতীয়তাবাদকে উদ্ধার করা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২২ ২১:০৬ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২২ ২১:০৮

ঢাকা: নয়াপল্টন কার্যালয়ে দলীয় বিপ্লবের মাধ্যমে জাতীয়তাবাদকে উদ্ধার করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা সাংবাদিক-গবেষক কামরুল হাসান নাসিম।

বুধবার (৭ সেপ্টেম্বর) গণামধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

কামরুল হাসান নাসিম বলেন, ‘আমরা লক্ষ্য করছি যে অতি উৎসাহী কিছু সংবাদকর্মী নানা শিরোনামে দেশে রাজনৈতিক সংঘাত, সংকট ঘনীভুত হচ্ছে— এই মর্মে প্রতিবেদন প্রস্তুত করছে, যা রহস্যময় আয়োজন বলে ধরে নেওয়ার সুযোগ আছে। বৈশ্বিক রাজনৈতিক খবরের আওতায় এমন সংবাদ থাকুক কিংবা জনমনে ভীতি ছড়ানোর প্রয়াসে এমন উদ্যোগের পেছনে রাজনৈতিক অপশক্তির ধারক তারেক রহমান এর হাত থাকতে পারে বলে মনে করার সুযোগ আছে।’

তিনি বলেন, ‘বিএনপির অবৈধ চেয়ারপারসন ও কথিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্দেশে বলতে চাইছি যে, ক্ষমতার বাইরে যাওয়ার পর প্রায় দেড় যুগে বিএনপি জনস্বার্থ সংরক্ষণের রাজনীতি করতে পারেনি। বিদেশি শক্তির ওপর নির্ভরশীল হয়ে রাজনীতির বাঁকা রাস্তায় হেঁটে ক্ষমতার মসনদে বসার যৌক্তিকতা প্রাসঙ্গিকভাবে তাই নেই। সঙ্গত যুক্তিতে তাই জাতীয়তাবাদকে উদ্ধার করতে হবে। অতঃপর একদিন পুনরায় দেশ সেবার মতো দায়িত্ব নিতে হবে বিএনপিকে। কিন্তু, যাদের হাতে বিএনপি, এরা কারা?’

২০১৫ সাল থেকে বিএনপি পুনর্গঠনের প্রক্রিয়ায় থাকা চলমান উদ্যোগটির কার্যকর ইতি টানা হবে জানিয়ে নাসিম বলেন, ‘সারাদেশের গেল বিশ বছরের কাউন্সিলরদের নিয়ে বিএনপির নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে। দলের কার্যালয়ের সামনে বসে যাবে জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত।’

তিনি বলেন, ‘দীর্ঘ সময় নিয়ে পুনর্গঠন প্রক্রিয়া চলছে এবং আমরা একটি ক্রেডিবল কাউন্সিল আবহে পুনর্গঠন করে বিএনপিকে ইতিবাচক রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড় করিয়ে দেওয়ার শপথ নিয়েছিলাম। সেই দায়িত্ব শেষ করার সময় চলে এসেছে বলে মনে করার সুযোগ আছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/একে

কামরুল হাসান নাসিম বিএনপি পুনর্গঠন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর