বুদ্ধিজীবী কবরস্থানের ভেতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
৭ সেপ্টেম্বর ২০২২ ১৮:২২
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে ভেতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩৫ বছর।
বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মোহাম্মদপুর থানার উপরিদর্শক (এসআই) লব চৌহান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখি। যার আনুমানিক বয়স হবে ৩৫ বছর। ওই নারীর পরনে শুধু সালোয়ার ছিল। অর্ধগলিত হওয়ায় কোনো আঘাতের চিহ্ন বোঝা যায়নি।’
এসআই বলেন, ‘ধারণা করা হচ্ছে এটা একটি হত্যাকাণ্ড। ওই নারীকে কেউ হত্যা করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হযেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
সারাবাংলা/এসএসআর/এমও