Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজী ভাইয়ের সঙ্গে আমার ৫০ বছরের সম্পর্ক: সাবিনা ইয়াসমিন

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২২ ২১:১৭

ঢাকা: বন্দিনী চলচ্চিত্রের গান ‘ইশারায় শিস দিয়ে আমাকে ডেকো না’, মানসী’র ‘এই মন তোমাকে দিলাম’, অথবা অবুঝ মন সিনেমার ‘শুধু গান গেয়ে পরিচয়’— সাবিনা ইয়াসমিনের কিন্নর কণ্ঠের বিখ্যাত গান এগুলো। প্রতিটি গানেরই রচয়িতা সদ্যপ্রয়াত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। তার অন্তত ছয় থেকে সাত হাজার গানে কণ্ঠ দিয়েছেন জীবন্ত কিংবদন্তি এই শিল্পী।

সোমবার (৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহিদ মিনারে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো ও সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানোর জন্য আনা হয় গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ। এ সময় চলচ্চিত্র ও সংগীতজগতের মানুষ আসেন তাকে শ্রদ্ধা জানাতে। এসেছিলেন সাবিনা ইয়াসমিনও।

বিজ্ঞাপন

গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘তার মৃত্যুর কথা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। মনকে মানাতে পারছিলাম না। গাজী ভাই এবং তার পরিবারের সঙ্গে আমার পঞ্চাশ বছরেরও বেশি সময়ের সম্পর্ক। কত স্মৃতি, কত গান, কত কথা। কোনটা ছেড়ে কোনটা বলি।’

সাবিনা ইয়াসমিন বলেন, ‘গাজী ভাই বিশ হাজারের মত গান লিখছেন। যার মধ্যে অন্তত ছয় থেকে সাত হাজার গান আমিই গেয়েছি। এই দিনটা যে কখনও দেখতে হবে, তা চিন্তাই করিনি। আল্লাহ্‌র ইচ্ছা নিয়ে কিছু বলার নাই। শুধু দোয়া করি তিনি যেন জান্নাতবাসী হন। পরকালে যেন তিনি শান্তিতে থাকেন।’

ক্যারিয়ারে ১৬ হাজারের বেশি গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই শিল্পীর জন্মদিন ছিল রোববার (৪ সেপ্টেম্বর)। জন্মদিনেই প্রিয় মানুষ গাজী ভাইয়ের মৃত্যুর সংবাদে মুষড়ে পড়েছেন এই গায়িকা। তারপরও কেন্দ্রীয় শহিদ মিনারে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন তিনি। কান্নাভেজা কণ্ঠে জানান নিজের অনুভূতি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/পিটিএম

গাজী মাজহারুল আনোয়ার সাবিনা ইয়াসমিন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর