Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গাজী মাজহারুল আনোয়ারের এখনও অপ্রকাশিত গান একশটির মতো’

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২২ ০৮:৫৯

ঢাকা: প্রয়াত গীতিকার, সুরকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের অপ্রকাশিত গানের সংখ্যা একশটির মতো। করছিলেন নতুন চলচ্চিত্র বানানোর পরিকল্পনাও। গতকাল রোববার (৪ সেপ্টেম্বর) তার আকস্মিক প্রয়াণের পর সারাবাংলাকে এসব তথ্য জানান অভিনেতা ও গাজী মাজহারুল আনোয়ারের ভাগ্নে শাহরিয়ার নাজিম জয়।

শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘উনি খুবই অ্যাক্টিভ এবং হ্যাপি ছিলেন। দুই দিন আগেও একটি গান লিখেছেন। আজও লেখার কথা ছিল। অসম্ভব প্রাণশক্তিসম্পন্ন ছিলেন। নতুন ছবি বানানোর পরিকল্পনাও করছিলেন।‘

বিজ্ঞাপন

এসময় ছেলে উপল আনোয়ার বলেন, ‘বাবাকে সবাই গীতিকার হিসেবে চিনলেও তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ছিলেন। প্রতিনিয়ত গানের মধ্যে বসবাস করতেন। এমন কোন দিন নাই যে লিখতেন না। বিশ হাজার গান লিখেছেন। আরও অন্তত একশর মত নতুন গান আছে। পাঁচ-সাত মিনিটে একটি গান লিখে ফেলতেন। ওনার মত এত দ্রুত গান লেখার দক্ষতা শুধু বাংলাদেশেই নয়, উপমহাদেশেই আর পাওয়া যাবে না। গৌরী প্রসন্ন মজুমদারও ওনাকে বলেছিলেন, ওনার (গাজী মাজহারুল আনোয়ার) মত এত দ্রুত এত ভালো গান গৌরী প্রসন্ন মজুমদার নিজেও লিখতে পারেন না।’

সম্পর্কে মামা-ভাগিনা হলেও সম্পর্কটা ছিল বন্ধুর মত। গাজী মাজহারুল আনোয়ারের হাত ধরেই চলচ্চিত্রে আগমন শাহরিয়ার নাজিম জয়ের। মামার মৃত্যুতে কি প্রতিক্রিয়া জানাবেন ভেবে পাচ্ছিলেন না। বললেন, ‘আসলে ওনার হাত ধরেই সিনেমা দেখা, ইন্ডাস্ট্রি দেখা, ওনার হাত ধরেই আসা। বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে উনি এই পরিবারের প্রথম প্রজন্ম। দ্বিতীয় প্রজন্ম আমরা। আমার জন্য তিনি আমার কর্মগুরু। তাই অনুভূতি প্রকাশের কোন ভাষা খুঁজে পাচ্ছি না।’

বিজ্ঞাপন

রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ৫৫ ‍মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যারা যান খ্যাতিমান গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার (৭৯)। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টাও ছিলেন।

আরও পড়ুন:

সারাবাংলা/আরএফ/এমও

অপ্রকাশিত গান গাজী মাজহারুল আনোয়ার বিএনপির চেয়ারপারসন শাহরিয়ার নাজিম জয়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর