Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার জীবনে বাবার পরের স্থানেই গাজী কাকু: ইমন সাহা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২২ ২১:১৯ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২২ ২১:২৮

ঢাকা: বিখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক সত্য সাহার ছেলে ইমন সাহা। সত্য সাহার হাত ধরেই ‘আয়না এবং অবশিষ্ট’ চলচ্চিত্রের মাধ্যমে গীতিকার হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন গাজী মাজহারুল আনোয়ার। সেই থেকে সত্য সাহা এবং গাজী মাজহারুল আনোয়ারের পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা।

বর্তমান প্রজন্মের জনপ্রিয় সুরকার ও সঙ্গীতশিল্পীদের অন্যতম ইমন সাহার জীবনে বাবার পরের অবস্থানেই গাজী মাজহারুল আনোয়ারকে রাখেন তিনি। আর তাকে সম্বোধন করেন গাজী কাকু হিসেবে।

বিজ্ঞাপন

রোববার (৪ সেপ্টেম্বর) গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুর সংবাদ পেয়ে তার বারিধারা পার্ক রোডের বাড়িতে ছুটে আসেন ইমন সাহা। সেখানেই গণমাধ্যমের সঙ্গে প্রতিক্রিয়া জানাতে যেয়ে এসব কথা বলেন তিনি।

সারাবাংলাকে তিনি বলেন, “গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক আমার জন্মেরও আগের। ‘আয়না এবং অবশিষ্ট’ চলচ্চিত্রের মাধ্যমে গীতিকার হিসেবে তাকে পরিচয় করিয়ে দেন বাবা। আবার আমার চলচ্চিত্র যাত্রা গাজী কাকুর হাত ধরে। গাজী মাজহারুল আনোয়ারের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি ‘পরাধীন’-এ সঙ্গীত পরিচালক হিসেবে আমার যাত্রা শুরু হয়।’

তিনি আরও বলেন, ‘পেশাগত এসব সম্পর্কের বাইরেও তার কাছ থেকে যে সন্তানের মতো স্নেহ, ভালবাসা আর দিকনির্দেশনা পেয়েছি তা কোনোদিন ভোলার মতো নয়।’

গাজী মাজহারুল আনোয়ার ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পদক লাভ করেন। ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মধ্যে পাঁচটির সঙ্গেই জড়িয়ে আছে সাহা পরিবারের নাম। ইমন সাহা বলেন, “তিনটি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক আমি, দু’টির সঙ্গীত পরিচালক আমার বাবা সত্য সাহা। আর অন্যটিতে ছিলেন আলাউদ্দীন আলী। আমার তিনটি চলচ্চিত্র ‘কখনো মেঘ, কখনো বৃষ্টি’, ‘মেঘের পরে মেঘ’ আর অন্যটি ‘মেয়েটি এখন কোথায় যাবে’। এরকম শত শত স্মৃতি উনার সঙ্গে। কোনটা ছেড়ে কোনটা বলি। বাংলা ভাষা যতদিন থাকবে, গাজী মাজহারুল আনোয়ার ততদিন থাকবেন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, সত্য সাহার সুরে বাংলা সিনেমায় গাজী মাজহারুল আনোয়ারের প্রথম গান, ‘আকাশের হাতে আছে এক রাশ নীল’। আঞ্জুমান আরা বেগমের কণ্ঠে পর্দায় ছিলেন চিত্রনায়িকা সুজাতা।

আরও পড়ুন:

সারাবাংলা/আরএফ/পিটিএম

ইমন সাহা গাজী কাকু গাজী মাজহারুল আনোয়ার সত্য সাহা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর