Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২২ ১৮:০৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫০

ঢাকা: বিশিষ্ট গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববাব (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ শোক জানান তিনি।

শেখ হাসিনা শোক বার্তায় বলেন, ‘বিখ্যাত এই গীতিকার তার কালজয়ী সৃষ্টির মাধ্যমে এদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, এদিন সকাল ৭টা ৫৫ ‍মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যারা যান একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট এই সুরকার ও গীতিকার। গাজী মাজহারুল আনোয়ার বিশ হাজারের উপর গান লিখেছেন।

সারাবাংলা/এনআর/পিটিএম

গাজী মাজহারুল আনোয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর