Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় হোটেলে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২২ ১২:২২

বগুড়া: শহরতলীর ভাটকান্দিতে ওয়াজেদ হোসেন ঝন্টু (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ভাটকান্দি ব্রিজ এলাকায় মানিকের হোটেলে হত্যাকাণ্ড ঘটে।

নিহত ঝন্টু ভাটকান্দি পূর্বপাড়ার আফজাল হোসেনের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটকান্দি এলাকায় একটি জলাশয় থেকে শনিবার সকালে ঝন্টু মাছ ধরে। মাছ বাড়িতে রেখে এসে সকাল ৯টার দিকে ভাটকান্দি ব্রিজ এলাকায় মানিকের হোটেলে বসে নাস্তা করছিলেন। এসময় কয়েকজন হোটেলে প্রবেশ করে ঝন্টুকে ঘেরাও করে। তাদের না জানিয়ে জলাশয় থেকে মাছ ধরার অপরাধে দুর্বৃত্তরা ঝন্টুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় একজনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেদার উদ্দিন বলেন, ‘হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। স্থানীয়রা কেউ মুখ খুলছেন না। তবে শোনা যাচ্ছে মাছ ধরা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।’

সারাবাংলা/এমও

কুপিয়ে হত্যা বগুড়া যুবককে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর