Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে মামলা: প্রতিবেদন ২১ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪৪ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২২ ০৮:৫৮

ঢাকা: যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও মারধরের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আল আমিন হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২১ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

শুক্রবার (২ সেপ্টেম্বর) মামলাটি এজাহার আদালতে আসে। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলার এজাহার গ্রহণ করে মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সোহেল রানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

আরও পড়ুন: 

এর আগে, গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।

পুলিশ জানায়, জাতীয় দলের ক্রিকেটার (পেসার) আল আমিনের স্ত্রী যৌতুকের দাবি ও মারধর সংক্রান্ত একটি অভিযোগ করেন। তার অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই ও তদন্ত চলছে। মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আল আমিন হোসেনকে থানায় ডাকা হতে পারে অথবা তাকে গ্রেফতার করা হতে পারে।

সারাবাংলা/এআই/পিটিএম

২১ সেপ্টম্বর আল আমিন ক্রিকেটার দাখিল প্রতিবেদন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর