আল আমিনের বিরুদ্ধে করা স্ত্রীর অভিযোগ মামলায় রূপান্তর
২ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৫ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪৫
ঢাকা: জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে রাজধানীর মিরপুর মডেল থানা পুলিশ। মামলায় আল-আমিনের বিরুদ্ধে বিভিন্নভাবে নির্যাতন ও মারধরের অভিযোগ করেন তার স্ত্রী ইসরাত।
শুক্রবার (২ সেপ্টেম্বর) মামলাটি নথিভুক্ত করা হয় বলে জানান মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাজিরুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আল আমিনের স্ত্রী ইসরাত জাহান গতকাল একটি লিখিত অভিযোগ করেন। আমরা প্রাথমিক তদন্তে শেষে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছি। এখন পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে স্ত্রী ইসরাত জাহান। এ সময় তাদের দুই পুত্র সন্তান উপস্থিত ছিলেন। স্ত্রীর অভিযোগ, আল আমিন প্রায়ই যৌতুক দাবি করেন এবং প্রায়ই মারধর করেন।
আরও পড়ুন:
- ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে থানায় স্ত্রীর অভিযোগ
- ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে মামলা: প্রতিবেদন ২১ সেপ্টেম্বর
ইসরাত জাহান অভিযোগ দায়েরের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সে অন্য মেয়ে নিয়ে থাকে। ২৫ আগস্ট আমাকে মারধর করেছে। তাই অভিযোগ দায়ের করেছি থানায়। তবে আমি আপস করতে চাই, আবারও সংসার করতে চাই।’
অভিযোগের বিষয়ে আল আমিন বলেন, ‘আমার একটি ফ্ল্যাট আছে। সেই ফ্ল্যাটটি আমার স্ত্রী লিখে চায়। এ নিয়ে সে মিথ্যা অভিযোগ করতে গেছে।’ তার দাবি, বাসার আশেপাশের কারও পরামর্শে থানায় অভিযোগ দিতে গেছে। এটি পারিবারিকভাবে মিটিয়ে ফেলা হবে।
উল্লেখ্য, পেসার আল আমিন ২০২০ সালে সর্বশেষ খেলেছেন জাতীয় দলে। এরপর ঘরোয়া ক্রিকেটে নিজেকে ব্যস্ত করেছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। জাতীয় দলে খেলার সময়ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল আল আমিনের বিরুদ্ধে। এ কারণে ২০১৫ সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে দেশেও ফেরত পাঠানো হয় তাকে।
সারাবাংলা/ইউজে/পিটিএম