Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২২ ১৮:২৩

রাজশাহী: রাজশাহীর পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে নগরীর গুড়িপাড়া হাইটেক পার্ক এলাকার থেকে মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

নৌ পুলিশের রাজশাহী মহানগর ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরীর গুড়িপাড়া হাইটেক পার্ক এলাকায় পদ্মা নদীতে আনুমানিক ২৫ বছরের বয়সের ওই যুবকের মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে দামকুড়া থানা ও নৌপুলিশ খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, অজ্ঞাত যুবকের কয়েকদিন আগে মৃত্যু হয়েছে। দূর থেকে পানিতে ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরনে জিন্সের প্যান্ট ছিল। উপরের দিকে কোনো জামা ছিল না।

দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে নৌ পুলিশ। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

মরদেহ উদ্ধারের ঘটনায় নৌ-পুলিশ অপমৃত্যুর মামলা দায়ের করেছে। অজ্ঞাত ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/পিটিএম

উদ্ধার যুবকের মৃতদেহ রাজশাহী

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর