Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএনসিসির অফিসে আগুনের সূত্রপাত সার্ভার রুম থেকে

সিনিয়র করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪২

ঢাকা: রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অফিসে লাগা আগুনের সূত্রপাত সার্ভার রুম থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহম্মাদ সাইফুজ্জামান সারাবাংলাকে এ তথ্য জানান।

তিনি বলেন,‘ আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। আমরা তিন সদস্যের একটি কমিটি করেছি। সেই কমিটির তদন্ত প্রতিবেদন পেলে আগুন লাগার মূল কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। প্রচুর পরিমাণে ধোঁয়া থাকার কারণে আগুন নেভাতে সময় একটু বেশি লেগেছে।’

এর আগে, বৃহস্পতিবার সকাল ৭টায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের গুলশান সেন্টার পয়েন্ট ভবনের ৮ তলায় এই আগুন লাগে। সকাল সোয়া ৯টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সাইফুজ্জামান বলেন, ‘আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ভবনটিতে প্রচুর ধোঁয়া ছিল, যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেশি সময় লেগেছে। আমরা প্রথমেই ভবনটির বেশ কয়টা গ্লাস ভেঙে দিই, এরপর ধোঁয়া বের হয়ে গেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আমাদের মোট চারটি ইউনিট কাজ করেছে।’

জানা গেছে, যে ভবনটিতে এই আগুন লাগে সেটিতে ইউনিমার্ট সুপারশপ, শেফ টেবিল রেস্টুরেন্টসহ উত্তর সিটি করপোরেশনের অফিস রয়েছে। ভবনের ৮ তলায় উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের দফতর রয়েছে। সেই দফতরেই আগুন লেগেছিল।

এদিকে, ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তাকে আহ্বায়ক করে নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিতকরণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও পরবর্তী করণীয় বিষয়ে সুপারিশ প্রদান করে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

আগুন ডিএনসিসি সার্ভার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর