সীমান্তে ১ কোটি ৭০ লাখ টাকার সোনার বার আটক এক
১ সেপ্টেম্বর ২০২২ ০৯:৪৩ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২২ ১৩:১৭
যশোর: শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের ৯টি স্বর্ণবারসহ শুকুর আলী নামে এক পাচারকারীকে আটক করেছে খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়ন।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে রুদ্রপুর সীমান্তে অভিযান চালায় একদল বিজিবি। কৃষকের ছদ্দবেশে দীর্ঘদিন ধরে সোনা পাচার করে আসছিল তিনি। সীমান্ত পথে বুধবার (৩১ আগস্ট) বিকালে ভারতে পাচারকালে স্বর্ণসহ তাকে আটক করা হয়। সে রুদ্রপুর গ্রামের মিয়ারাজ আলীর ছেলে।
উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা বলে জানায় বিজিবি। এসময় জব্দ করা হয় পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল। স্বর্ণসহ পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
এই নিয়ে খুলনা-২১ বিজিবি গত ছয় মাসে প্রায় সাড়ে ১৩ কেজি সোনা জব্দ করেছে। এ সময় ৭ জন আসামিকে আটক করে তারা। সমুদয় জব্দ করা সোনার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।
সারাবাংলা/এমও