আওয়ামী লীগ কারও দয়ায় ক্ষমতায় নেই: খায়রুজ্জামান লিটন
২৯ আগস্ট ২০২২ ২১:১৭ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ ২২:২২
চাঁপাইনবাবগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আওয়ামী লীগকে খেলার ভয় দেখিয়ে লাভ নেই। ফাঁকা মাঠে গুলি চালিয়ে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ কারও দয়ায় ক্ষতায় নেই। আওয়ামী লীগের জন্য লাখ লাখ জনতা আছে।
সোমবার (২৯ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এই শোক সমাবেশের আয়োজন করা হয়।
খায়রুজ্জামান লিটন বলেন, ‘পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা শুনতে পাচ্ছি তারা সারাদেশে প্রোগ্রাম করবে। সেদিন তারা জানান দেবে, আওয়াজ দেবে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও প্রস্তুত থাকবেন। তারা যদি কর্মসূচি পালনের নামে কোনো অরাজকতা সৃষ্টি করে তাহলে ওইদিনই দাঁতভাঙা জবাব দেব।’
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র আরও বলেন, ‘আমরা গণতান্ত্রিক মুল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য যা করার প্রয়োজন তা করব। আমরা জনগণের ভাগ্য পরিবর্তনে বিশ্বাসী। আমরা টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নয়।‘
তিনি আরও বলেন, ‘সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া কিছু কর্মকর্তা ও তথাকথিত সাংবাদিক তাসনিম খলিলরা দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানারকম কল্পকাহিনি মনের মাধুরি মিশিয়ে তারা প্রচার করছে। আপনাদের সবার কাছে মোবাইল ফোন আছে। মোবাইল ফোন বড় সোশ্যাল মাধ্যম। খারাপ জিনিস বা অপপ্রচার রুখে দেওয়ার জন্য মোবাইল ফোনই যথেষ্ট। এ সব অপপ্রচারের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি এখনও স্বপ্ন দেখে সংবিধানের বাইরে গিয়ে ক্ষমতা দখল করবে। ক্ষমতা দখলের পর আবার হাওয়া ভবন হবে, অনিয়ম দূর্নীতি করবে, নিয়োগ বাণিজ্য করবে। তবে পরিষ্কারভাবে বলতে চাই, এর কোনো সুযোগ নেই। আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে। উন্নত রাষ্ট্রের মতোই বাংলাদেশে নির্বাচন নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে।’
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য জিয়িউর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমানসহ অন্যরা।
সারাবাংলা/একে