Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ২২০০ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২২ ২৩:২২

রংপুর: অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত এক ডিলারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ওই গুদামে অবৈধভাবে মজুত করা ২ হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়।

রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় বিসিআইসির ডিলার জসিমউদ্দিনের মেসার্স আর অ্যান্ড আর এন্টারপ্রাইজের গুদামে এই অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর নাহার বেগমের নেতৃত্বে অভিযানে অংশ নেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান। অভিযানে আরও উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর নাহার বেগম।

বিজ্ঞাপন

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর নাহার বেগম জানান, অভিযুক্ত জসিমউদ্দিন তার বাড়ির নিচ তলায় একটি গুদামে অবৈধভাবে সার মজুত করে রেখেছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা মেলে। সেইসঙ্গে মিউরেট অব পটাশ (এমওপি) সারের সঙ্গে ইটের গুঁড়া মেশানোর নমুনা পান ভ্রাম্যমাণ আদালত।

তিনি জানান, ২ হাজার ২০০ বস্তা ইউরিয়া, ডিএপি ও এমওপি সার জব্দ করে গুদামটি কৃষি সম্প্রসারণ অধিদফতরের জিম্মায় দেওয়া হয়। এ জন্য জরিমানা করা হয় ৮০ হাজার টাকা। সারের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সারাবাংলা/পিটিএম

২২০০ বস্তা রংপুর সার জব্দ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর