Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালিকা থেকে বাদ যাচ্ছে নবীরুলের ২৯ বই

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২২ ১৫:৪৪ | আপডেট: ২৮ আগস্ট ২০২২ ১৭:৪৮

ছবি ফেসবুক থেকে পাওয়া

ঢাকা: সরকারি কর্মকর্তাদের মধ্যে ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর জন্য ‘বই কেনা প্রকল্পে’ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নবীরুল ইসলামের যে ২৯টি বই স্থান পেয়েছিল, তা বাতিল হচ্ছে।

রোববার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব কে এম আলী আজম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি কোনো তথ্যই জানতাম না। গণমাধ্যমে খবর প্রচারের পর জানতে পেরেছি। এটি হতে পারে না। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে এই তালিকা বাদ দেব। এরপর নতুন তালিকা করা হবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, সরকারি কর্মকর্তাদের মধ্যে জ্ঞান চর্চা ও পাঠাভ্যাস বাড়াতে উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরইমধ্যে জেলা-উপজেলা পর্যায়ে বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সঙ্গে পাঠানো হয়েছে ১ হাজার ৪৭৭ বইয়ের তালিকা। সেই তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নবীরুল ইসলামের ২৯টি বই। এর অধিকাংশই কবিতার বই। এর মধ্যে ২৪টি প্রকাশিত হয়েছে মাত্র একটি প্রকাশনী থেকে।

বিষয়টি গণমাধ্যমে আসার পর তুমুল সমালোচনা শুরু হয়। সমালোচনার জবাবে নবীরুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘আমার দায়িত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারাই মিটিং করে নির্ধারণ করেছেন বইয়ের নাম। এরপর সচিব স্যার তালিকা দেখে তাতে সম্মতি দিয়েছেন।’

কিন্তু রোববার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব কে এম আলী আজম বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। সাফ জানিয়ে দেন- বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানতেন না। গণমাধ্যমে খবর প্রচারের পর জানতে পেরেছেন।

সারাবাংলা/জেআর/একে/এজেড

জনপ্রশাসন সচিব টপ নিউজ নবীরুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর