Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষা প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার ছুটি

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২২ ২০:০৮

ঢাকা: জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২২ আগস্ট) এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখার উপসচিব সাইদুর রহমানের সই করা আদেশে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়সমূহকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে আজ (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন করার সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এ সভায় অংশ নেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন করার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সারাবাংলা/একে

ছুটি শিক্ষা প্রতিষ্ঠান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর