Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দমন-পীড়ন আর ভয় দেখিয়ে ক্ষমতা রক্ষা করা যাবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২২ ১৯:০৩

ঢাকা: আগামী ২৭ আগস্ট বিক্ষোভ ও পদযাত্রা কর্মসূচি সামনে রেখে মোহাম্মদপুর টাউনহল থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত গণসংযোগ ও পথসভা করেছে গণতন্ত্র মঞ্চ। পথসভায় মঞ্চের নেতারা বলেছেন, ‘টালবাহানা না করে চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরির দাবি মানতে হবে। দমন-পীড়ন আর ভয় দেখিয়ে ক্ষমতা রক্ষা করা যাবে না।

সোমবার (২২ আগস্ট) সকালে জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে এবং সরকার ও শাসনব্যবস্থা বদলানোর জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে আগামী ২৭ আগস্ট গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ ও পদযাত্রা সামনে রেখে এই গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও পথসভার কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কর্মসূচিতে গণতন্ত্রের মঞ্চের নেতাদের মধ্যে- সাইফুল হক, জোনায়েদ সাকি, তানিয়া রব, মোমিনুল ইসলাম, আখতার হোসেনু, রাশেদ খান, বহ্নি শিখা জামালী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাচ্চু ভুইয়া, আকবর খান, কবির হাসান, ইমরান ইমনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

পথসভায় নেতারা বলেন, ‘সারাদেশে চা শ্রমিকরা দিনে মাত্র ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করছেন। অথচ এই দাবি না মেনে শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। মালিকপক্ষ তাদের ১৪০ টাকা মজুরি দেওয়ার কথা বলছে। আর প্রধানমন্ত্রী ৫ টাকা যোগ করার কথা বলে শ্রমিকদের সাথে উপহাস করছেন।’

নেতারা আরও বলেন, ‘বর্তমান জনসম্মতিহীন সরকার তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে সারা দেশে গুম-খুন, পুলিশী হত্যা, নিজস্ব গুণ্ডাবাহিনী দিয়ে হামলা ও ভয় দেখানোর কাজ অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। আজকের এই প্রচারণা ও পথসভাতেও সরকারী সংগঠনের নামধারী কিছু গুন্ডাবাহিনী সভা করতে বাধা দেয় এবং নাগরিক যুব ঐক্যের নেতা শামীমকে মারধর করে। নেতাকর্মীরা প্রচার পত্র বিলি করতে টাউন হলে জমায়েত হলে তাদের বাধা দেওয়া হয়।’

বিজ্ঞাপন

পরে বাধা অতিক্রম করেই গণতন্ত্র মঞ্চের নেতারা সেখানে পৌঁছান এবং পথসভা, মিছিল ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি শেষ করেন। পথসভায় নেতারা বলেন, ‘আমরা আগেই বলেছি দমন-পীড়ন করে গণ-আন্দোলন ঠেকানো যাবে না।’

এসময় তারা জনগণের ভোটাধিকার ও রাষ্ট্রের শাসনব্যবস্থা বদলানোর লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সারাবাংলা/এএইচএইচ/এমও

গণতন্ত্র মঞ্চ গণসংযোগ টপ নিউজ দমন-পীড়ন পদযাত্রা কর্মসূচি মোহাম্মদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর