Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ ট্যাক্সেস বারের সভাপতি- সম্পাদককে হাইকোর্টে তলব

স্টাফ করেসপনডেন্ট
২১ আগস্ট ২০২২ ১৯:২৩

ফাইল ছবি

ঢাকা: আদালত অবমাননার অভিযোগে ময়মনসিংহ ট্যাক্সেস বারের সভাপতি ও সাধারণ সম্পাদককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৮ আগস্ট তাদের আদালতে স্বশরীরে উপস্থিত হতে বলা হয়েছে। একই সঙ্গে আদালত অবমাননায় কেন তাদের শাস্তি দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রোববার (২১ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ৪ আগস্ট আদালত রুল জারি করেছিলেন। আজ শুনানির নির্ধারিত দিনে রুলের জবাব দেওয়ার দিন ধার্য থাকলেও তাদের কেউ আদালতে হাজির হননি। পরে তাদের আগামী ২৮ আগস্ট আদালতে স্বশরীরে হাজিরের নির্দেশ দেন আদালত।

গত ১৩ জানুয়ারি ময়মনসিংহ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের তিন প্র‍্যাক্টিশনারের সদস্যপদ স্থগিত করলে তারা হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি করে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি জিনাত হকের ডিভিশন বেঞ্চ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে তিন প্র‍্যাক্টিশনারের সদস্য পদ স্থগিতের বিষয়ে ব্যখ্যা প্রদানের জন্য নির্দেশ দেন। ওই নির্দেশ অমান্য করায় আদালত তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।

এরপর ব্যখ্যা প্রদানের জন্য নির্ধারিত দিনে আদালতে অনুপস্থিত থাকায় তাদের স্বশরীরে হাজির হওয়ার জন্য তলব করা হয়।

সারাবাংলা/কেআইএফ/একে

তলব হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর