Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেফটি বেল্ট ছিঁড়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২২ ১৫:৩৫

ঝালকাঠি: জেলায় বিদ্যুতের খুঁটিতে তার সংযোগের সময় সেফটি বেল্ট ছিঁড়ে নিচে পড়ে জামাল মোল্লা (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল বরগুনা জেলার হেউলিবুনিয়া গ্রামের সুলতান আহম্মেদের ছেলে। ঝালকাঠি সদর থানার এসআই নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠি শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় বিদ্যুতের খুঁটিতে নতুন তার লাগাতে যান জামাল মোল্লা। এসময় তার সেফটি বেল্ট ছিঁড়ে যায়। গুরুতর আহত জামালকে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, জামালের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। এতে অতিরক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে এসআই নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএস

ঝালকাঠি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর