খাঁচাবন্দি প্রাণীরা মুক্ত হোক (ফটো স্টোরি)
২০ আগস্ট ২০২২ ১৭:৫৩ | আপডেট: ২০ আগস্ট ২০২২ ২০:৫১
খাঁচাবন্দি পশুপাখিদের মুক্তির জন্য পশুপ্রেমিক হোসেন সোহেল নিজেই খাঁচায় বন্দি হয়ে রাজু ভাস্কর্যের সামনে তিন দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করছেন। শনিবার (২০ আগস্ট) ছিল এই অনশনের প্রথম দিন। ২০ বছর ধরে খাঁচাবন্দি পশুপাখিদের মুক্তির দাবিতে প্রতিবাদ করে আসছেন তিনি।
এ সম্পর্কে হোসেন সোহেল সারাবাংলাকে বলেন, ‘এই খাঁচাতে টানা তিনদিন খাঁচাবন্দি হয়ে থাকব বিশ্ববিদ্যালয় এলাকায়। দীর্ঘদিনের একটি সিস্টেম আমি একা পরিবর্তন করতে পারব না। তাই লড়াইটা আমার নিজের সঙ্গে নিজের। এখানে সরকার, রাজনীতি, সংগঠন, সংস্থা, ব্যক্তি কেউ জড়িত না।
তিনি বলেন, ‘আমিও যন্ত্রণা নিতে চাই যেভাবে খাঁচায় বন্দি প্রাণীরা যন্ত্রণা পায়। আপনারা সকলে গালি দিন। অপবাদ কিংবা গালি দিলে আমি হেরে যাব না। যারা প্রকৃতি ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, তারা মাথায় হাত রাখবেন। যেন তিনদিন টিকে থাকতে পারি’…. খাঁচাবন্দি প্রাণীরা মুক্ত হোক
অভিনব এই প্রতিবাদের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/পিটিএম