Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসির কম্প্রেসার বিস্ফোরণে স্বামী-স্ত্রী’র মৃত্যু, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২২ ১৫:৩১ | আপডেট: ২০ আগস্ট ২০২২ ১৫:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: ঝালকাঠির রাজাপুরে এসির কম্প্রেসার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার ছেলে অষ্টম শ্রেণির ছাত্র মাইনুলসহ তিনজন আহত হয়েছেন।

এসি থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতরা হলেন, ওই গ্রামের মো. ফোরকান হাওলাদার (৫৫) ও তার স্ত্রী মাহিনুর বেগম (৪৫)। নিহত ফোরকান রাজাপুরের আমতলা বাজারের মুদি দোকানি ছিলেন।

আহতরা হলেন, ফোরকানের ছেলে মাঈনুল, ভাইয়ের বউ মাহফুজা আক্তার, ও ভাইজি সারা মনি।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। এখন পর্যন্ত ওই বাড়ির মালিক ফোরকান ও তার স্ত্রী মাহিনুর নিহত হয়েছেন। এ ছাড়া তাদের অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে মাইনুলসহ (১৪) তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আমির সোহেল জানান, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো।

সারাবাংলা/এসএসএ
বিজ্ঞাপন

আরো