Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২২ ২১:৫৬

ঝিনাইদহ: চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। সকালে দামুড়হুদা থানার ছোটদুধ পাতিলা গ্রাম থেকে রোকন ইসলাম নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত রোকন ইসলাম দামুড়হুদা থানার বাস্তপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার শরিফুল আহসান জানান, ছোটদুধ পাতিলা গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সে সময় হাতেনাতে ৮৬৯ বোতল ফেনসিডিলসহ রোকন ইসলামকে আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে