Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় শোক দিবস উপলক্ষে ক্র্যাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২২ ২১:৪১ | আপডেট: ১৯ আগস্ট ২০২২ ২৩:০৭

ঢাকা: জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে সংগঠনের সদস্যদের সন্তানদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন দৈনিক সংবাদের কার্টুনিস্ট আব্দুল কুদ্দুস। এ সময় ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতায় ক্র্যাবের ২০ সদস্যের সন্তানেরা অংশগ্রহণ করে। সন্তানদের মধ্যে অনেকে বঙ্গবন্ধুর ছবি, ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির রক্তাক্ত দৃশ্য তুলে ধরে। পাশাপাশি দেশের জীববৈচিত্র্যের ছবিগুলো সবাইকে মুগ্ধ করে।

ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, শোকের মাসে জাতির জনককে স্মরণ করতে এই উদ্যোগ নেওয়া হয়। নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক, সামাজিক জীবনসহ নানা দিক তুলে ধরাই এই আয়োজনের লক্ষ্য। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে হবে। জানাতে হবে দেশের জন্য জীবন দেওয়া অকুতোভয় মুক্তিযোদ্ধাদের ইতিহাস। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সন্তানদের মধ্যে স্বাধীনতা, দেশপ্রেম ও দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করার প্রয়াস জাগানোই হবে আমাদের লক্ষ্য। তিনি এই আয়োজনে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

সারাবাংলা/ইউজে/একে

ক্র্যাব চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর