Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটি টাকার ইয়াবা ফেলে ভারতে পালালো ২ চোরাকারবারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২২ ১৮:১৮

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। শুক্রবার ভোর রাত তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর এলাকার নলডুবরী গ্রাম থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবির) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, শিবগঞ্জ উপজেলার চকপাড়া বিওপির সদস্যরা টহল চলাকালীন নলডুবরী এলাকায় দু’জন চোরাকারবারীকে দেখতে পায়। এ সময়ে টহল দল তাদের ধাওয়া করলে ২টি ব্যাগ ফেলে দৌঁড়ে তারা ভারতের দিকে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া ব্যাটালিয়ন সদর দফতর থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সারাবাংলা/এমও

ইয়াবা কোটি টাকা চোরাকারবারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর