Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ ঘণ্টা বন্ধ থাকবে ডাচ-বাংলা’র এটিএম সেবাসহ ই-ব্যাংকিং

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২২ ১৮:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেড করতে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার বেলা ২টা পর্যন্ত টানা ৩০ ঘণ্টা ডাচ-বাংলা ব্যাংকের এটিএমসহ সবধরনের ই-ব্যাংকিং সেবা কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় ব্যাংকটির গ্রাহকরা অনলাইনভিত্তিক বেশ কয়েকটি সেবা নিতে পারবেন না।

বুধবার (১৭ আগস্ট) ডাচ-বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সগির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডাচ-বাংলা ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেড করার জন্য এটিএম, সিআরএম, পিওএস, ই-কমার্স, এনপিএসবি, আইবিএফটি ফান্ড স্থানান্তর, রেমিট্যান্স পাঠানো, ইন্টারনেট ব্যাংকিং, নেক্সাসপে, এজেন্ট ব্যাংকিং, রকেটের কোর ব্যাংকিং সম্পর্কিত সব সেবা ১৮ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে ১৯ আগস্ট (শুক্রবার) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৯৯৫ সালে যাত্রা শুরু করা ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহক সংখ্যা এখন ৪ কোটি ৩৯ লাখ ৩০ হাজার। সারাদেশে ব্যাংকটির ২২০টি শাখা রয়েছে। এছাড়াও ব্যাংকটির চার হাজার ৭৬৬টি এটিএম বুথ সার্ভিস রয়েছে।

সারাবাংলা/জিএস/পিটিএম