Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই মহররম আলীকে চট্টগ্রামে বদলি, আরও ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২২ ১৪:৪৫ | আপডেট: ১৭ আগস্ট ২০২২ ১৭:৩৪

বরিশাল: জাতীয় শোক দিবসে ছাত্রলীগ নেতাকর্মীদের পুলিশের লাঠিপেটার ঘটনায় বরগুনার আরও পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে তাদের প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীকে বরিশাল রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) কার্যালয়ে বিশেষ দায়িত্বে নিযুক্ত করার পর ওই দিনই আরেক আদেশে তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (১৭ আগস্ট) সকালে পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বরগুনা সদর থানার এএসআই সাগর, পুলিশ লাইনসের কনস্টেবল রাফিউল ও ডিবি পুলিশের কনস্টেবল কেএম সানিকে প্রত্যাহার করে ভোলা জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ডিবি পুলিশের এএসআই ইসমাইল ও ডিবি পুলিশের কনস্টেবল রুহুল আমিনকে প্রত্যাহার করে পিরোজপুর জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।

বরিশাল রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে মহরম আলীকে মঙ্গলবার দুপুরে বরিশালে এবং অপর এক আদেশে একই দিনই চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। বরগুনা সদর থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) আরও পাঁচ সদস্যকে প্রত্যাহার করে অন্য জেলায় দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বরগুনায় জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের শোক মিছিলে আরেকটি পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। জেলা শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনার সময় ইটপাটকেলে পুলিশের গাড়ির কাঁচ ভেঙে যায়। এ সময় পুলিশ ছাত্রলীগের ওই পক্ষকে নিবৃত্ত করতে বেধড়ক লাঠিপেটা করে। বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনেই পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

টপ নিউজ পুলিশের লাঠিপেটা বরগুনা মহররম আলী