Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবর্ণচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২২ ১৩:৪০

প্রতীকী ছবি

নোয়াখালী: সুবর্ণচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই কৃষক গুরুতর আহত হন। নিহত মো. নজরুল ইসলাম (২৫) উপজেলার চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের খুরশিদ মাঝি বাড়ির আবদুল মালেক ওরফে মানিকের ছেলে।

সোমবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- একই গ্রামের মো. হারুন (৩৫) ও মাসুদ (২৮)। স্থানীয়দের সহায়তায় আহতদের নোয়াখালী সদরের একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, সোমবার সকাল ১১টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামের একটি জমিতে তিন কৃষক ধানের চারা রোপণ করছিলেন। ওই সময় বজ্রপাতে তিন কৃষক আহত হন। এদের মধ্যে মো. নজরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত ২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সারাবাংলা/এমও

কৃষকের মৃত্যু সুবর্ণচর

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর