সেলিম খানকে ৩ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
১৪ আগস্ট ২০২২ ২০:৫৯
ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খানকে তিন সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ফৌজিয়া আক্তার পপি।
এর আগে গত ১ আগস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সেলিম খানের বিরুদ্ধে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করে।
মামলার অভিযোগে বলা হয়, সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন।
এ ছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।
সারাবাংলা/কেআইএফ/একে