Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২২ ১৮:০৬

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনার দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। রোববার (১৪ আগস্ট) দুপুর পৌনে তিনটার দিকে শ্রীনগর উপজেলার কেওটখালি এলাকার এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

নিহতদের এখনও কোনো নাম ঠিকানা পাওয়া যায়নি। তারা সবাই ঢাকার যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

জানা যায়, শরীয়তপুর থেকে সাকুরা পরিবহন ঢাকার উদ্দেশে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেওটখালি এলাকায় যাত্রী নিচ্ছিল। এসময় পেছন থেকে শরীয়তপুর সুপার সার্ভিস লিমিটেড সজোরে সাকুরা পরিবহনকে ধাক্কা দেয়। এতে দুইজন যাত্রী মারা যান, আহত হয় আরও ১০ জন যাত্রী।

এসময় সামনে থাকা মোল্লা পরিবহনের আরেকটি বাস সাকুরা পরিবহনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, ঘটনাস্থলে থেকে দুইজন যাত্রী মরদেহ উদ্ধার করে হাসারা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবায়ের আহসান খান জানান, সড়ক দুর্ঘটনায় দশ জন আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাদের সবাইকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমও

২ জনের মৃত্যু চিকিৎসা সেবা টপ নিউজ ঢাকা-মাওয়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর