Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২২ ১৫:২০

নওগাঁ: প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার কুলিহার গ্রামের শিমুল (৩২) এবং তার স্ত্রী টুকটুকি (২৮)।

পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, নিহত দম্পতি তাদের গ্রামের বাড়ি মান্দার কুলিহার থেকে প্রাইভেটকারে নওগাঁ যাচ্ছিলেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সেতুর সঙ্গে ধাক্কা লাগলে এটি দুমড়ে মুচড়ে যায়।

নওহাটা ফাঁড়ির এসআই জিয়াউর রহমান জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখান কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বিধি মোতাবেক লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসএসএ

স্বামী-স্ত্রী নিহত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর