বনানীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত
১২ আগস্ট ২০২২ ১০:১৪
ঢাকা: রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৫০) এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি যাত্রী মালতি রানী (৪৫) ও ছেলে বিশ্বজিৎ (৩০) আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে বনানী আর্মি স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে সিএনজিতে চালকসহ আহত তিনজনকে পুলিশ উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক রাত ৩টার দিকে সিএনজি চালককে শহিদুলকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) জুবাইদুল ইসলাম জানান, বনানী আর্মি স্টেডিয়ামের সামনে ফুটপাতে পড়ে ছিল সিএনজিটি। সিএনজির ভিতরে চালক ও দুই যাত্রী আহত অবস্থায় পড়ে ছিল। পরে তাদের হাসপাতালে নিয়ে আসলে সিএনজি চালক মারা যান।
সিএনজি যাত্রীর বরাত দিয়ে তিনি জানান, তারা এয়াপোর্ট থেকে সিএনজি নিয়ে ফার্মগেট যাচ্ছিল। দ্রুতগতিতে চলছিল সিএনজি। আর্মি স্টেডিয়ামের সামনে আসলে পিছনে একটা ধাক্কার লাগার আওয়াজ পাওয়া যায়। পরে ফুটপাতের সঙ্গে ধাক্কা লাগে।
মৃত শহিদুলের বাড়ি যশোর সদর উপজেলার নুরপুর গ্রামে। মৃতদহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন এসআই জুবাইদুল ইসলাম।
সারাবাংলা/এসএসআর/এনএস