মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনা নিহত
১১ আগস্ট ২০২২ ১৩:২৮
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক হামলায় ৪২ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া অন্তত ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলার সঙ্গে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট জড়িত বলে গতকাল বুধবার (১০ আগস্ট) জানিয়েছে দেশটির সরকার। খবর দ্য হিন্দুস্তান টাইমস।
গত কয়েক বছরের মধ্যে মালির সেনাবাহিনীর ওপর এটি সবচেয়ে বড় হামলা। পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে প্রায় এক দশক ধরে লড়াই করছে দেশটির সেনাবাহিনী।
এক বিবৃতিতে মালির সরকার জানিয়েছে, ‘সেনাবাহিনীর টেসিটের ইউনিট এই হামলার জবাবে সন্দেহভাজন ইসলামিক স্টেট ইন দ্য গ্রেটার সাহারা’র (আইএসজিএস) বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। ড্রোন, বিস্ফোরক, গাড়ি বোমা এবং আর্টিলারির ব্যবহার করে তাদের প্রতিহত করা হয়েছে।’
কয়েক ঘণ্টার আইএসজিএস যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াই করে দেশটির সেনাবাহিনী। এতে ৩৭ জন আইএসজিএস যোদ্ধা নিহত হয় বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে, দেশটির সেনাবাহিনী ১৭ সৈনিক নিহত এবং ৯ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছিল।
২০২০ সালে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে দেশটির রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। কিন্তু দেশটির সংহিসতা বন্ধ করতে ব্যর্থ হয়েছে এই জান্তা সরকার।